/anm-bengali/media/media_files/uO33i60HVpOMUL7adkoP.jpeg)
নিজস্ব সংবাদদাতা, দাঁতন,পশ্চিম মেদিনীপুর: গরমকে দূরে সরিয়ে রীতিমত প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সেলিব্রেটিকে দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। তাদের সাথে হাত মেলান বিজেপি নেত্রী।
/anm-bengali/media/post_attachments/212f2f8a-804.png)
ভোটের দামামা বেজে যাওয়ায় ভোটের প্রচারে শাসক ও বিরোধী প্রার্থীরা একে অন্যকে টক্কর দিতে প্রস্তুত। প্রচারে তৃণমূল, বিজেপি, সিপিএম কেউই খামতি রাখতে চাইছেন না। তাই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
/anm-bengali/media/post_attachments/f75c2a6e-48e.png)
এদিন তিনি মেদিনীপুর জেলার দাঁতনে প্রচার শুরু করেন। বৃহস্পতিবার সকাল সকাল প্রথমেই তিনি দাঁতন বিধানসভার অন্তর্গত সমলেশ্বর জিউ মহাদেব মন্দির থেকে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
/anm-bengali/media/post_attachments/6d7a82bd-b4e.png)
রাস্তার বাস, ট্রাকসহ টোটোতে সওয়ারি যাত্রীদের সঙ্গে হাত মিলিয়ে ভোটের আবেদন করেন। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষের সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us