/anm-bengali/media/media_files/Bgd2IRX9f3HtkAHtGcFg.jpg)
নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ আজ সকালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল খড়গপুর শহরের ঝাড়েশ্বর শিব মন্দিরে নীল ষষ্ঠী উপলক্ষে পুজো দেন এবং এর পাশাপাশি তিনি পুণ্যার্থীদের সাথে জনসংযোগ করেন।
/anm-bengali/media/post_attachments/476840f7-7ad.png)
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন যে, '' সব মায়েরা সন্তানের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে শিবের মাথায় জল ঢালে। তাই সকাল সকাল আমিও ঝাড়েশ্বর মন্দিরে এসেছি মহাদেবের পূজো করতে। শুধু আমার দুই সন্তান নয় মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আমার সব সন্তানের জন্য সে তৃণমূলের হতে পারে, সিপিএমের হতে পারে, বিজেপির হতে পারে। ''
/anm-bengali/media/post_attachments/b46da365-200.png)
এছাড়াও তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, '' উনি স্টিকার দিদির প্রার্থী। মোদীজি যা করেন উনি তার অনুকরণ করেন। সেরকম জুন মালিয়াও আমাকে অনুকরণ করে এখানে আসছেন জেনে ভালো লাগলো। ''
/anm-bengali/media/post_attachments/ba2c0a31-fce.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us