নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে জল্পনার অবসান হল। কংগ্রেস ফের প্রার্থী তালিকা প্রকাশ করল। বহুদিন ধরেই জল্পনা ছিল যে, রাহুল গান্ধী চলতি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল গান্ধী।
/anm-bengali/media/post_attachments/46665b6f7a8d2e7499a17456fb1622e3bb0d352dc6be2c417adce3cd0ee592a1.jpg)
প্রসঙ্গত, সম্প্রতি দাবি করা হয়েছিল যে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘোষণা সত্ত্বেও আমেঠি থেকে লড়তে অস্বীকার করেছিলেন স্বয়ং রাহুল গান্ধী। কিন্তু এবার নিজের মায়ের ছেড়ে যাওয়া রায়বরেলি আসন থেকে মনোনয়ন জমা দিতে চলেছেন রাহুল। এবার গান্ধী পরিবারের কেউ আমেঠি থেকে লড়ছেন না। তবে সেই খবরকে ছাপিয়ে ফের একবার প্রার্থী তালিকা প্রকাশ করে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়ে দিল কংগ্রেস।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/08/Rahul-Gandhi-Mallikarjun-Kharge.jpg)
/anm-bengali/media/post_attachments/d89a6368-1b4.png)
কংগ্রেসের তালিকা অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তর প্রদেশের আমেঠি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিশোরী লাল শর্মা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)