New Update
/anm-bengali/media/media_files/1bCd2nd8jAUg5mHOTdjb.jpg)
নিজস্ব সংবাদদাতা, ভূপতিনগরঃ সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি ধরা পড়ল ভূপতিনগরে। সন্দেশখালিতে ইডির ওপরে হামলা চালানোর ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর ওপরে হামলা চালানোর ঘটনা ঘটেছে ভূপতিনগরে।
/anm-bengali/media/post_attachments/8c5b71dfc9367a7a501f97b60aa38d2f7066a7e0b117b3178791481861783c55.jpg)
ফের প্রশ্নের মুখে পড়ল বাংলা। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানিয়েছেন যে, '' শাহজাহান মডেল ফের দেখা গেল। দুধেল গাইদের রক্ষা করার জন্য শেখ শাহাজাহানকে দিয়ে রাজ্য সরকার যে কাজ করিয়েছিল সেই কাজের জন্য এখন শাহজাহান শ্রীঘরে আছে। ... ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us