New Update
/anm-bengali/media/media_files/huqk61k5ABhnouNCQtWb.jpg)
নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ঠেলার দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খেলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেব।
/anm-bengali/media/post_attachments/4fb7cad1-176.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে, রাত্রি প্রায় ১০টা নাগাদ ডেবরা ওভারব্রীজের নীচে দাঁড়িয়ে থাকা একটি আইসক্রিম ঠেলার দোকানে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারীর গাড়ি।
/anm-bengali/media/post_attachments/841e9f49f4599a52452228a306b44523bec8d63774a52aa86211445c536f60ae.jpg)
গাড়ি থেকে নেমে দেব সেই দোকানের দিকে চলে যায়। নিজের পছন্দের আইসক্রিম কিনে খেতে শুরু করেন দেব। তাকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম তার তারপরেই যা হয়। সেলফি ছবি তোলার হিড়িক। কিছুক্ষন কাটানোর পর তিনি ঘাটালের উদ্দেশ্যে বেরিয়ে যান।
/anm-bengali/media/post_attachments/ed55466d647fca0dcce50a59873d958d279d18b68d98866fd87cf8db878023dc.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us