ভোটের ময়দানে খেলা ঘুরিয়ে দিয়েছেন মমতা, এমনটাই মন্তব্য করেছেন অধীর চৌধুরী

৪ জুন বেড়িয়েছে ভোটের ফলাফল।

author-image
Adrita
New Update
as

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গত ৪ জুন চলতি বছরের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ২৫ বছরের নিজের কেন্দ্রই হাতছাড়া হয়েছে তার। বহরমপুরে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। এই পরাজয়ের পর থেকেই মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়কে তির্যক মন্তব্য করেছেন। 

Adhir Ranjan Chowdhury dares Mamata Banerjee to contest against him from  Berhampore Lok Sabha - India Today

তার কথায়, '' রামনবমীর দিন থেকে আমায় হারানোর চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই বহরমপুরে আমায় পরাজিত হতে হয়েছে। ''  

Adhir Ranjan Chowdhury vs Yusuf Pathan In Congress' Bengal Stronghold

Add 1