নতুন নীতিতে মার্কিন দেশে ফেরার পথ খোলা, কিন্তু শর্তসাপেক্ষ! জানুন বিস্তারিত
বিদেশি সিনেমায় ট্যাক্স, নিজের দেশীয় ইন্ডাস্ট্রি বাঁচাতে নয়া দাওয়াই ট্রাম্পের
আবার খুলছে আলকাত্রাজ? আইন-শৃঙ্খলা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত
Breaking : মানবতার প্রশ্নে এবার কড়া পদক্ষেপের পথে ওয়াশিংটন! খাবার নিয়ে গাজার পথে ট্রাম্প
Breaking : ২১% জল ঘাটতির মুখে পাকিস্তান! ইন্দাস জল চুক্তি নিয়ে কড়া অবস্থান ভারতের
বিদেশি সিনেমা আমদানিতে বাধা? ট্রাম্পের ১০০% ট্যারিফ ঘোষণার ইঙ্গিত
Breaking : এবার দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী রিঙ্কু!
কানাডায় ভারতের বিরুদ্ধে মিছিল, কড়া বার্তা দিল দিল্লি
'আমাদের প্রতি অবিচার হয়েছে," সুপ্রিম কোর্টে লাল কেল্লা দখলের আর্জি খারিজ হতেই গর্জে উঠলে মুঘল বংশধররা

ভোটের আগেই ভয়াবহ বোমা বিস্ফোরণ ! অভিযোগের তীর বিজেপির দিকে

ভোটের আগেই ভয়াবহ হামলা।

author-image
Adrita
New Update
য

নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়াঃ ভোটের আগে ভয়াবহ বোমা বিস্ফোরণে চরম উত্তেজনা ছড়িয়েছে জামুড়িয়ার বাগডিহা গ্রামে। এই ঘটনায় অভিযোগের তীর রয়েছে বিজেপি দিকে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাগডিহা গ্রামের বাসিন্দা তপন শীল জানান যে বাড়ির শৌচাগারের উপর বোমা বিস্ফোরণ হয়। সেই সময় তার মেয়ে শৌচকর্মের জন্য বাথরুমে গিয়েছিল। বোমা বিস্ফোরণের আওয়াজ পেয়ে তিনি বাড়ি এসে দেখেন বাড়ির চারিদিকে ইট পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মেয়ে ভয়ে পেয়ে বসে রয়েছে।  তিনি আরও অভিযোগ করেন যে, গত দুর্গাপুজোর সময় পাশের বাড়ি মদন গড়াইয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল। সে সময় মদন গড়াই তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলেও অভিযুক্ত মদন গড়াই একজন বিজেপি কর্মী। এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল জামুড়িয়া দু'নম্বর ব্লক কমিটির সহ-সভাপতি দীনেশ চক্রবর্তী জানান, '' রামনবমীর সময় এলাকাকে অশান্ত করার জন্য বিজেপি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। '' 

অপরদিকে বিজেপি নেতা রমেশ ঘোষ জানান,'' লোকসভা ভোটের আগে তাদের দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে তৃণমূল। '' 

Add 1