New Update
/anm-bengali/media/media_files/rUj7PhzyBfGIb1WJF7px.jpg)
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর অঞ্চলের পাটনা এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেবের পথসভা চলছে। মঞ্চে উঠলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারি।
তবে তার কিছুক্ষন পরেই ভেঙে পড়লো মঞ্চের একাংশ। যদিও সেরকম কোনো অঘটন ঘটেনি ৷ তড়িঘড়ি মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় সবাইকে।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, '' টাবাগেড়্যা এলাকায় নতুন ব্রীজ হবে। আমি ভোটে জিতি বা হারি। ঘাটাল লোকসভা কেন্দ্রে যখন মুখ্যমন্ত্রী আসবেন, উনি জানাবেন যে কবে এই টাবাগেড়্যা ব্রীজের কাজ শুরু হবে। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us