লোকসভায় ভোটার ১৭,৭৭,৩৬৭ জন, ভোট গ্রহণপর্বের আগামী কর্মসূচী সম্পর্কে সাংবাদিক বৈঠক

প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের নির্ঘণ্ট।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ শনিবার বিকেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনারের দপ্তরে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়েছে। গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। ঝাড়গ্রাম জেলার অন্তর্গত ঝাড়গ্রাম লোকসভায় ভোট ষষ্ঠ দফা অর্থাৎ ২৫ মে।

জাতীয় নির্বাচন কমিশনার সাংবাদিক সম্মেলন করার পরেই প্রত্যেকটি জেলাশাসক সাংবাদিক সম্মেলনে জেলার ভোটার সংখ্যা প্রকাশ ও বুথ সংখ্যা প্রকাশ করেন। শনিবার দুপুরে দিল্লি থেকে লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে, আর তারপরই ঝাড়গ্রাম জেলা প্রশাসন থেকেও নির্বাচন সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়।

ওই বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম লোকসভা আসনে ভোটগ্রহণ পর্ব পর্যন্ত পর্যাপ্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়।

স

Add 1

স

cityaddnew