অতৃপ্ত আত্মা! মহালয়ায় তর্পণের পর ভূত চতুর্দশীতে প্রদীপ প্রজ্জ্বলন

ভূত চতুর্দর্শীতে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা? প্রদীপ জ্বালিয়ে দূর করা হয় অন্ধকার! রইলো বিস্তারিত।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মহালয়ায় যেমন পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় জলদান করা হয় পূর্ব পুরুষদের, ঠিক তেমনই অন্ধকার দূর করতে ভূত চতুর্দশীতে জ্বালানো হয় প্রদীপ। 

হিন্দুধর্মে বিশ্বাস করা হয়, মৃত পূর্ব পুরুষরা এই কৃষ্ণ চতুর্দশীর দিনে মর্ত্যে আসেন। মনে করা হয়, এইদিনে সন্ধ্যে নামার পর প্রেতাত্মারা বাড়ির চারিদিকে ঘুড়ে বেড়ায়। তাঁদের অতৃপ্ত আত্মার শান্তি কামনাতে এদিন বাড়িতে ১৪টি প্রদীপ জ্বালানো হয়।

hiring 2.jpeg