বরশুলের 'দে' বাড়ির দুর্গাপুজো চমকে দেবে আপনাকেও

বরশুল দে বাড়ির পুজো সম্পর্কে জানেন?

author-image
SWETA MITRA
New Update
borshul.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বনেদি বাড়ির পুজোর প্রসঙ্গ উঠবে আর বরশুল দে বাড়ির কথা হবে না তা কি হয়? দুর্গাপুজোর সময়ে এই বনেদি বাড়ি যেন আরও গমগম হয়ে ওঠে। অনেকেই হয়তো জানেন না যে দেবী দুর্গা এখানে মহাদেবের বাম ঊরুতে বসে।দেবী কিন্তু এখানে একদমই দশভুজা নন। মহিষাসুরও নেই। আড়াইশো বছর ধরে পূর্ব বর্ধমানের বড়শুলের 'দে' বাড়িতে পুজিত হচ্ছেন হরগৌরী। এখানে দুর্গাপুজোর সপ্তমীতে গোটা ছাঁচিকুমড়ো বলি দেওয়া হয়। অষ্টমীতে ছাগবলি হয়। নবমীতে তিনটে ছাঁচিকুমড়ো, চারটি শসা, বাতাবি লেবু ও মূলসহ তিনটি আখ বলি দেওয়া হয়।