New Update
/anm-bengali/media/media_files/VO3EIYqpxvM5TISbf9dT.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ভারতের (India) ভাগ্যে ফের জয়ের ধারা অব্যাহত রইল। পারভিন হুডার (Parveen Hooda) হাত ধরে বক্সিং-এর সেমি ফাইনালে উঠল ভারত। বিশ্ব চ্যাম্পিয়নশিপের (Asian Boxing Champion) ব্রোঞ্জ পদক বিজয়ী বক্সার পারভীন হুডা। ১ অক্টোবর রবিবার এশিয়ান গেমসে (Asian Games 2023) ৫৭ কেজির সেমিফাইনালে পৌঁছে গিয়ে প্যারিস অলিম্পিক কোটাও দখল করেছেন তিনি।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
পারভিন কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদক জয়ী জেসমিন ল্যাম্বোরিয়াকে পরাজিত করেছিলেন। অবশ্য দ্বিতীয় রাউন্ডের আরএসসি (রেফারি স্টপস কনটেস্ট) উত্তর কোরিয়ার বক্সার ওয়ান উংইয়ংকে তার কোয়ার্টার ফাইনালে হারানোর পর ৬০ কেজির প্রতিযোগিতা থেকে ছিটকে বেরিয়ে যান।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us