/anm-bengali/media/media_files/JPVsBPSVwoFfTGS3331B.jpg)
নিজস্ব সংবাদদাতাঃবাংলাদেশকে আট উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালের টিকিট পাকা করেছে ভারত। সেমিফাইনালে তারা বাংলাদেশকে মাত্র ৫১ রানে অলআউট করে দেয়। মহিলাদের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটাই তাদের সর্বনিম্ন স্কোর। ভারতের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন পূজা বস্ত্রকার, যিনি চার ওভারে ১৭ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। ম্যাচের প্রথম বলেই নিজের প্রথম উইকেট নেন পূজা। এরপর ম্যাচের ৫ম বলে দ্বিতীয় উইকেট নেন তিনি। অর্থাৎ প্রথম ওভারেই ২ উইকেট নিয়ে বাংলাদেশকে সমস্যায় ফেলে দেন পূজা বস্ত্রকার।
Lowest total by Bangladesh against India in women's T20Is:
— Kausthub Gudipati (@kaustats) September 24, 2023
51 - at Hangzhou, today
54 - at Bangkok, 2016
65 - at Cox's Bazar, 2014
India chased the target in 8.2 overs, also their biggest win against Bangladesh.#INDvBAN#AsianGamespic.twitter.com/MFFheVYK6I
বাংলাদেশের বাজে ব্যাটিং দেখেই অনুমান করতে পারেন অধিনায়ক নিগার সুলতানা ছাড়া তার দলের আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। দুই ওপেনারসহ বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যানের খাতা খোলা কঠিন ছিল। এ কারণেই পুরো ২০ ওভারও খেলতে পারেনি দলটি। ১৭.৫ ওভারে ৫১ রান করে পুরো বাংলাদেশ দল অলআউট হয়ে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us