New Update
/anm-bengali/media/media_files/C29W7XIq0ghnr2Nwj2NO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চিনের মাটিতে ভারতের জয়জয়কার হয়েই চলেছে। একপ্রকার কোটি কোটি ভারতীয়র লালিত স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে। চিনে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারত এখনও অবধি ১০০টি পদক জিতে নিয়েছে। এদিকে এবার বড় টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি লেখেন, এশিয়ান গেমসে তীরন্দাজি পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদক জয়ের জন্য ওজাস প্রবীণ দেওতালে এবং অভিষেক ভার্মাকে প্রশংসা। দুটি পদক জিতে আপনি আমাদের তিরঙ্গার গৌরব বাড়িয়েছেন।'
Applause for Ojas Pravin Deotale and Abhishek Verma for winning the Gold and Silver respectively in the Archery Men's Compound event at the #AsianGames2022.
— Amit Shah (@AmitShah) October 7, 2023
By winning both medals you have enhanced the pride of our Tiranga. pic.twitter.com/GkGpUqfM9q