বিশ্বের প্রাচীনতম পোস্ট অফিস

বিশ্বের প্রাচীনতম পোস্ট অফিস! এএনএম এর এবারের আড্ডায় মিলবে পোস্ট অফিস সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য। দেখুন ভিডিও। আজকের অতিথি পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামানের চিফ পোস্ট মাস্টার জেনারেল বিধান চন্দ্র রায়।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

আপনি কি জানেন, প্রায় ২৫০ বছর আগে কলকাতায় স্থাপিত হয়েছিল বিশ্বের প্রথম পোস্ট অফিসটি?  আপনি কি জানেন যে  আধার কার্ড বানানোর জন্যও আপনি পোস্ট অফিসে যেতে পারেন? আপনি কি জানেন, পাসপোর্ট তৈরির জন্য আপনি গ্রামীণ এলাকায় অবস্থিত কোনো পোস্ট অফিসের দ্বারস্থ হতে পারেন? এএনএম এর আড্ডায় এবার মিলবে এমনই সব তথ্য। পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামানের   চিফ পোস্ট মাস্টার জেনারেল  বিধান চন্দ্র রায়ের সঙ্গে খোলামেলা আলাপচারিতায়  এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদার।