ভাবনার রসদ

কীভাবে সুস্থ ও ফিট থাকা যায় এবং বিজ্ঞাপনের ফাঁদ থেকে নিজেকে মুক্ত রাখা যায়, সে ব্যাপারে এএনএম-এর আড্ডায় অভিজিৎ নন্দী মজুমদারের সাথে খোলামেলা কথোপকথনে এফএসএসএআই (FSSAI)-এর ডেপুটি ডিরেক্টর সুমেশ কৃষ্ণন।

author-image
Pritam Santra
New Update
ANM er ADDa

নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি কখনো ভেবে দেখেছেন বাড়ির বাইরের খাবারগুলো (Food) নিয়ে? আপনি কি মনে করেন যে বিজ্ঞাপন আপনাকে পণ্যের প্রকৃত মানের চেয়ে বেশি প্রলুব্ধ করে? আপনি কি বিজ্ঞাপন দ্বারা নিজেকে প্রতারিত বোধ করেন?  কীভাবে সুস্থ ও ফিট থাকা যায় এবং বিজ্ঞাপনের ফাঁদ থেকে নিজেকে মুক্ত রাখা যায়, সে ব্যাপারে এএনএম-এর আড্ডায় অভিজিৎ নন্দী মজুমদারের সাথে খোলামেলা কথোপকথনে এফএসএসএআই (FSSAI)-এর ডেপুটি ডিরেক্টর সুমেশ কৃষ্ণন  (Sumesh Krishnan)।