New Update
/anm-bengali/media/media_files/4zz6N8llFEZXlqdNEI1q.jpeg)
দুর্গাপুজোকে কেন্দ্র করে আনন্দের জোয়ারে ভেসে গিয়েছে গোটা শহর। আমজনতা শহরের কিছু বিশিষ্ট ব্য়ক্তিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চিত্তাকর্ষক প্যান্ডেল এবং শিল্প ও সংস্কৃতির কাজ দেখতে বিভিন্ন মণ্ডপে হাজির হয়েছিল। ইমপ্যাক্ট শারদ আনন্দ পূজা প্যান্ডেলগুলিতে কিছু বিশিষ্ট আমলাতান্ত্রিক এবং কূটনৈতিক মুখ নিয়ে এসেছে এবার। তারাও সাধারণ মানুষের সঙ্গে আনন্দে মেতে ওঠেন এই বিশ্বের অন্য়তম শ্রেষ্ঠ শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।
/anm-bengali/media/post_attachments/a6rSSA5Nree74xYQvcAs.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us