একজন গুপ্তচর যিনি বই ভালবাসেন

বহুমাত্রিক ব্যক্তিত্ব এবং কিংবদন্তি নীরদ সি চৌধুরীর ছেলে পৃথ্বী নারায়ণ চৌধুরী এএনএম-এর আড্ডায় এএনএম নিউজের প্রধান সম্পাদক অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে একেবারে খোলাখুলি আলোচনা করেছেন।

author-image
SWETA MITRA
23 Apr 2023
একজন গুপ্তচর যিনি বই ভালবাসেন

 

তিনি একজন বিখ্যাত বাবার ছেলে। তাঁর সংগ্রহে আছে বেশ কিছু আকর্ষণীয় এবং সংবেদনশীল তথ্য। বিভিন্ন ক্ষেত্রে তাঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। বহুমাত্রিক ব্যক্তিত্ব এবং কিংবদন্তি নীরদ সি চৌধুরীর ছেলে পৃথ্বী নারায়ণ চৌধুরী এএনএম-এর আড্ডায় এএনএম নিউজের প্রধান সম্পাদক অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে একেবারে খোলাখুলি আলোচনা করেছেন।