/anm-bengali/media/post_banners/W0INm7AijsBiTaWI1LDM.jpg)
নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে ঝাড়গ্রামে। মঙ্গলবার ভোরে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমূল অঞ্চলের পাথরা এলাকায় দলমা থেকে আগত দলছুট দাঁতাল তাণ্ডব শুরু করে গ্রামীন রাস্তায়। যার ফলে ওই রাস্তায় বেশ কয়েক ঘণ্টা যাতায়াত স্তব্ধ হয়ে পড়ে। হাতিটি রাস্তার খেজুর গাছ ভেঙ্গে খেজুর গাছগুলো রাস্তার ওপর ফেলে দেয়। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মী ও হুলা পার্টির সদস্যরা। হুলা পার্টির সদস্যরা গ্রামবাসীদের সহযোগীতায় বেশকিছুক্ষনের চেষ্টায় ওই দলছুট পূর্ণবয়স্ক দাঁতাল হাতিটিকে আবার জঙ্গলের দিকে নিয়ে যেতে সক্ষম হয়। তবে প্রতিদিন খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। কখনও রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তাণ্ডব চালাচ্ছে। কখনও আবার গ্রামে গিয়ে খাবারের সন্ধানে বাড়িতে তল্লাশি শুরু করেছে হাতি। সেই জন্য হাতি নিয়ে বিপাকে পড়েছে বন দফতর। তাই হাতির ওপর নজরদারি চালানোর জন্য বন দফতরের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি হাতির ওপর নজরদারি শুরু করবে শীঘ্রই। যাতে হাতির দল কোনও ভাবেই রাজ্য সড়কের ওপর চলে না আসে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us