New Update
/anm-bengali/media/post_banners/XcRyV56Po3VWhY1hfLRl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে আটজন বিচারপতির পদোন্নতির সুপারিশ করেছে। যে ৫ বিচারপতিকে প্রধান বিচারপতি পদে উন্নীত করার কথা বলা হয়েছে তারা হলেন ভিপিন সাংঘি, আমজাদ এ সইদ, এসএস শিন্ডে, রশ্মিন এম ছায়া, উজ্জ্বল ভুয়ান। সূত্রের খবর, খুব শীঘ্রই কেন্দ্রিয় সরকারের কাছে এই তালিকা পাঠাবে কলেজিয়াম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us