রুপো নিয়ে ফিরল অভিনব

author-image
Harmeet
New Update
রুপো নিয়ে ফিরল অভিনব

আসানসোল, রাহুল পাসওয়ানঃ জার্মানিতে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন বা আইএসএসএফ আয়োজিত জুনিয়র বিশ্বকাপে রুপো জয় করে আসানসোলের অভিনব সাউ। রুপো জয়ের পর অভিনব সাউ মঙ্গলবার জার্মানি থেকে আসানসোল ফিরল। তাকে স্বাগত জানায় আসানসোলে রাইফেল ক্লাব। ফুলের মালা ও মিষ্টি সহযোগে তাকে স্বাগত জানায় তারা।

 আইএসএসএফ আয়োজিত জুনিয়র বিশ্বকাপে ১৪ বছরের অভিনব সবচেয়ে কম বয়সের প্রতিযোগী ছিল। সেন্ট ভিনসেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রের এই সাফল্যে গর্বিত গোটা আসানসোলবাসী। আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপের বাসিন্দা অভিনব সাউ। বাবা রূপেশ সাউ গৃহশিক্ষক। তাঁর স্বপ্ন ছিল শুটার হওয়ার । কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিতে আর তা হয়ে ওঠেনি । ২০০৮ সালে অভিনবের জন্ম হয় । সেই বছরই অলিম্পিকে সোনা জয় করেন অভিনব বিন্দ্রা । রূপেশ সাউ নিজে অভিনব বিন্দ্রার ফ্যান । আর তাই তার নামেই নিজের ছেলের নাম রাখেন অভিনব ।