শুরুতেই দুর্বল এলআইসির শেয়ার

author-image
Harmeet
New Update
শুরুতেই দুর্বল এলআইসির শেয়ার

নিজস্ব সংবাদদাতাঃ  দেশের বৃহত্তম আইপিও এলআইসি-র শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে এদিন কৌতূহলের শেষ ছিল না। গত 4 মে থেকে 9 মে পর্যন্ত খোলা ছিল এই আইপিও। এদিন নির্ধারিত সময়ে এলআইসির শেয়ারগুলি তালিকাভুক্ত হয়েছে৷ যদিও দেখা যায় LIC-র ইস্যু মূল্য 949 টাকার পরিবর্তে আরও দুর্বল হয়ে পড়ে স্টক। অনেকটাই ছাড়ের সঙ্গে তালিকাভুক্ত হয় এই কোম্পানি। তাই এলআইসি শেয়ারের তালিকা যারা মুনাফার  আশা করেছিলেন তাদের হতাশ হতে হয়।