লখনউয়ের নাম বদল নিয়ে জল্পনা তুঙ্গে

author-image
Harmeet
New Update
লখনউয়ের নাম বদল নিয়ে জল্পনা তুঙ্গে


নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশ সরকার কি লখনউয়ের নাম বদলানোর কথা ভাবছে? যোগী আদিত্যনাথের টুইটে এমনই জল্পনা বাড়ছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সোমবার সন্ধ্যায় একটি টুইট করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। টুইট বার্তায় তিনি লিখেছিলেন, "শেশাবতার ভগবান লক্ষ্মণ কি পবন নগরী লখনউ মে আপকা স্বাগত ও অভিনন্দন।" এখান থেকেই উঠছে প্রশ্ন, তবে কী লখনউয়ের নাম পরিবর্তন করে লক্ষ্মণপুরী করতে চলেছে উত্তর প্রদেশের সরকার? উযদিও কর্মকর্তারা বলেছেন যে তারা লখনউয়ের নাম পরিবর্তন করার কোনো প্রস্তাব করেননি। উল্লেখযোগ্যভাবে, উত্তরপ্রদেশের বিজেপি সরকার লখনউতে একটি বিশাল লক্ষ্মণ মন্দির নির্মাণ করছে।