প্রভাব খাটিয়ে আসামিদের থানা থেকে ছাড়িয়ে আনার অভিযোগে বিক্ষোভ, শুনুন বিক্ষোভকারীর বক্তব্য

author-image
Harmeet
New Update
প্রভাব খাটিয়ে আসামিদের থানা থেকে ছাড়িয়ে আনার অভিযোগে বিক্ষোভ, শুনুন বিক্ষোভকারীর বক্তব্য

রানীগঞ্জ, হরি ঘোষঃ ২ দিন আগে রানীগঞ্জের ৩৫ নম্বর ওয়ার্ডের গড়িয়াতোলী পুকুর লাগোয়া এলাকার জঙ্গলের মাঝে পরিত্যক্ত এক জলাশয়ে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় । সেদিন ওই যুবকের পরিচয় জানা না গেলেও পরে জানা যায়, মৃত ওই যুবক রনাইয়ের শহীদ নগর এর বাসিন্দা। যুবকের নাম ফিরোজ আনসারী (২০)। এই ঘটনায় মৃত ওই যুবকের পরিবারের সদস্যদের পক্ষ থেকে একাধিক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। ওই অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করলেও তাদের ৩৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আখতারী খাতুনের কথায় ছেড়ে দেয় পুলিশ। সোমবার রাতে এই দাবিতে ৩৫ নম্বর ওয়ার্ডের মাজার শরীফ হয়ে ২ নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা অবরোধ করে স্থানীয়রা। শুনুন এই বিষয়ে বিক্ষোভকারীর বক্তব্য-