/anm-bengali/media/post_banners/K06KDvGsWcfXNr7hA48L.jpg)
রানীগঞ্জ, হরি ঘোষঃ প্রভাব খাটিয়ে আসামিদের থানা থেকে ছাড়িয়ে আনার অভিযোগে পথ অবরোধ ও ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারী খাতুন এর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে খবর, ২ দিন আগে রানীগঞ্জের ৩৫ নম্বর ওয়ার্ডের গড়িয়াতোলী পুকুর লাগোয়া এলাকার জঙ্গলের মাঝে পরিত্যক্ত এক জলাশয়ে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় । সেদিন ওই যুবকের পরিচয় জানা না গেলেও পরে জানা যায়, মৃত ওই যুবক রনাইয়ের শহীদ নগর এর বাসিন্দা। যুবকের নাম ফিরোজ আনসারী (২০)। এই ঘটনায় মৃত ওই যুবকের পরিবারের সদস্যদের পক্ষ থেকে একাধিক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। ওই অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করলেও তাদের ৩৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আখতারী খাতুনের কথায় ছেড়ে দেয় পুলিশ। সোমবার রাতে এই দাবিতে ৩৫ নম্বর ওয়ার্ডের মাজার শরীফ হয়ে ২ নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা অবরোধ করে স্থানীয়রা। এছাড়াও ওই ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও যে আখতারী খাতুন এর বিরুদ্ধে এই অভিযোগ, তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নিজের ব্যক্তিগত কাজে তিনি থানায় গেয়েছিলেন। আর কাউকে ছাড়ানোর জন্য তিনি পুলিশকে বলেননি বলে জানিয়েছেন তিনি। তার দাবি, কোনও খারাপ চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বদনাম করার জন্য এই ধরনের অপবাদ দিচ্ছেন। আইন আইনের পথে চলবে পুলিশ যারা দোষী তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন বলে জানান তিনি। জানা গিয়েছে এই মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১ ব্যক্তিকে আটক করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us