অসমে ভারী বৃষ্টি এবং ধস

author-image
Harmeet
New Update
অসমে ভারী বৃষ্টি এবং ধস

নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টি ও ব্যাপক ধসের জেরে অসমের ডিমা হাসাও জেলার হাফলংয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। ট্রেনে আটকে পড়া অধিকাংশ যাত্রীকে এয়ার লিফট করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জানিয়েছে, ভারী বৃষ্টি এবং ধসের জেরে গত শনিবার থেকে লামডিং-বদরপুর রুটে ১৮টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেললাইন মেরামতির কাজ ।অন্যদিকে, হোজাইতে জলের তোড়ে ভেসে গেল হাতিও। সমস্ত নদীতেই জলোচ্ছ্বাস। আরও বৃষ্টির পূর্বাভাস। উত্তর-পূর্ব ভারতে একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে।