New Update
/anm-bengali/media/post_banners/tNzealR5Ea5at5m7GgMZ.jpg)
সৌমেন মিশ্র, দাসপুরঃ নিজের বাড়ি থেকে সামান্য দূরে পাশের গ্রামের আড্ডার ঠেকের মাচার পাশেই ঝুলন্ত অবস্থায় মিলল যুবকের নিথর দেহ। যুবকের নাম তারকনাথ দোলই (২৮)। বাড়ি দাসপুর থানার কৃত্তিবাসপুরে। ৯ জুলাই শুক্রবারের সকালে পাশের গ্রাম ডেবরা থানার জয়কৃষ্ণপুরের এক মাচার সামনে থেকে যুবকের দেহ উদ্ধার করে ডেবরা পুলিশ। জানা গেছে এই মাচাতেই গভীর রাত পর্যন্ত তাসের আড্ডা চলে। গতরাতেও তাসের আড্ডা বসে। কিন্তু রাতে বাড়ি ফেরেনি ছেলে বলে অভিযোগ জানান মৃতের পরিবার। তারপর আজ সকালে এমন ঘটনা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুই গ্রামেই। হত্যা না আত্মহত্যা সে বিষয়েও মুখ খুলতে নারাজ পুলিশ। পুলিশ জানিয়েছে,ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হচ্ছে। সেই রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা উঠে আসবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us