/anm-bengali/media/post_banners/JlaRQ6gVVOvnnSEJ2pRI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রবল বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে অসম ও অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা। অরুণাচল প্রদেশে পাঁচজন এবং অসমে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার সন্ধ্যায় অসমের বিপর্যয় মোকাবিলা বিভাগের থেকে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, কাছাড় জেলায় দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে শুক্রবার থেকে এখনও পর্যন্ত অসমে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে অসমের ২০ টি জেলার প্রায় ২ লাখ মানুষ বন্যার কবলে। প্রায় ৩৩ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে বিভিন্ন ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। ১৬ হাজার হেক্টরেরও বেশি চাষের জমি বন্যার জলে তলিয়ে গিয়েছে। সোমবার কেন্দ্রীয় জল কমিশনের (CWC) একটি বুলেটিন অসমের কপিলি নদীতে এক “চরম বন্যা পরিস্থিতির” সতর্কতা জারি করা হয়েছে এবং নগাঁও জেলার কামপুরে কপিলি নদীর জলস্তর বিপদসীমার প্রায় ২ মিটার উপর দিয়ে বইছে। কাছাড় জেলার অন্নপূর্ণাঘাট ও বদরপুরঘাটে বারাক নদী, করিমগঞ্জ জেলার করিমগঞ্জে কুশিয়ারা নদী এবং জোড়হাট জেলার নেমাতিঘাটে ব্রহ্মপুত্র নদের জন্য মারাত্মক বন্যা পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us