বিহারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিহারে গেরুয়া ঝড়, দিল্লিতে বিতরণ হল ক্ষীর
ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রয়োজন, বুঝিয়ে দিল বিহার, বড় বার্তা শাহর
বিহারের ফলাফলে উচ্ছ্বসিত আসাম
বঙ্গোপেক্স ২০২৫ ফিরল ছয় বছর পর! সায়েন্স সিটিতে ডাকটিকিট প্রেমীদের জমায়েত, উদ্বোধনে রাজ্যপাল
গণনায় এগোচ্ছে এনডিএ, উচ্ছ্বাসে রাস্তায় বিজেপি কর্মীরা— “মানুষ উন্নয়নকেই ভোট দিয়েছে”
বিহারে এনডিএ ঝড়! হাওড়ায় বিজেপির উল্লাসে ফেটে পড়ল রাস্তাঘাট, বিজয় মিছিল–মুখে মিষ্টি
“মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা লোক আজ পিছিয়ে,” গণনায় তেজস্বী পিছিয়ে পড়তেই কটাক্ষ অমিত মালব্যের
“হিন্দু সন্ত্রাস, গেরুয়া সন্ত্রাস— এসব বলে পাকিস্তানের সুরে কথা বলে কংগ্রেস”— কেন্দ্রীয় মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় দায়ের FIR, নাম জড়াল বিধায়কের

author-image
Harmeet
New Update
নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় দায়ের FIR,  নাম জড়াল বিধায়কের

নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একদা তাঁর নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় নতুন করে দায়ের হল এফআইআর। আর সেই অভিযোগ পত্রের নাম রয়েছে নন্দীগ্রামের বিধায়কের। খুনের অভিযোগ তুলেছেন  মৃত নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তিনি জানিয়েছেন, " প্রতিদিনের মতো গত ১৩/১০/১৮ তারিখে সকাল ১০ টা ১৬ মিনিটে আমার স্বামীর সঙ্গে ফোনে কথা হয় এবং উনি বাড়ি আসার জন্য জামা পরছেন বলে আমায় জানিয়েছিলেন। এর মধ্যে সকাল ১১ টা ২০ মিঃ নাগাদ আমি স্কুলে থাকাকালীন আমার জা ফোন করে আমায় তার বাড়ি যেতে বলেন। তারপর আমি উনার বাড়িতে গিয়ে জানতে পারি আমার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন।" এদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূলও।