১৬ মেঃ বিশ্ব আলো দিবস

author-image
Harmeet
New Update
১৬ মেঃ বিশ্ব আলো দিবস

 নিজস্ব সংবাদদাতাঃ  জাতিসংঘ ১৬ মে দিনটিকে আন্তর্জাতিক আলো দিবস হিসেবে আখ্যা দিয়েছে। এই দিনটি বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে আলোর গুরুত্ব এবং উপযোগিতা তুলে ধরে। প্রাত্যহিক ব্যবহার থেকে শুরু করে প্রযুক্তিগত, বৈজ্ঞানিক, শৈল্পিক এবং ওষুধ, আলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিজ্ঞানের আলোকে উদযাপন করতে দিবসটি পালিত হয়।​





  ১৬ই মে ১৯৬০ সালে থিওডোর মাইম্যানের প্রথম সফল লেজার অপারেশনের বার্ষিকীও স্মরণ করে। ২০২২ সালে আজকের এই দিনটির থিম হল ‘International Year of Basic Sciences for Sustainable Development 2022’।