বুনো হাতির হানায় মৃত্যু শ্রমিকের

author-image
Harmeet
New Update
বুনো হাতির হানায় মৃত্যু শ্রমিকের

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি :  বুনো দাঁতাল হাতির হানায় মৃত্যু হল চা-বাগানের এক বাসিন্দার ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার  জলপাইগুড়ি জেলার মেটিলি ব্লকের কিলকোট চা- বাগানে। মৃত ব্যক্তির নাম আয়ুশ মুন্ডা। সূত্রের পাওয়া খবর অনুযায়ী এদিন সকালে বাগানের ১১ নম্বর সেকশনে একটি হাতি দেখা যায়। এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে বুনো দাঁতাল হাতি। সেইসময় ওই ব্যক্তি জমির কাজে গেলে হাতির সামনে পড়েযায় । এরপর বুনো দাঁতাল হাতি সেই ব্যাক্তিকে পিষে মেরে ফেলে।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গরুমারা নর্থ রেঞ্জ,  খুনিয়া স্কোয়াড ও চালসা রেঞ্জের বনকর্মীরা। ঘটনাস্থলে যায় মেটেলি থানার পুলিশও। পুলিশ এসে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়।

এদিকে হাতিটি কিলকোট ও আইভিল চা বাগানের মধ্যবর্তী কুর্তি নদীর পাশে একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়। হাতির খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে এলাকায়। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। বনদপ্তর সূত্রের পাওয়া খবর অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।