উদ্বোধন হল নয়া আন্তর্জাতিক বিমানবন্দর

author-image
Harmeet
New Update
উদ্বোধন হল নয়া আন্তর্জাতিক বিমানবন্দর

নিজস্ব সংবাদদাতাঃ নেপালে উদ্বোধন করা হল নয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এটি নেপালের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। নয়া বিমানবন্দরটির নাম গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দর। 

Nepal's 2nd international airport is ready for a test flight - OnlineKhabar  English News

লুম্বিনি থেকে কয়েক কিলোমিটার দূরে ভগবান বুদ্ধের জন্মস্থানে এই বিমানবন্দরটি নির্মাণ করা হয়েছে। 'সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপাল' ঘোষণা করেছে, ১২ জুন থেকে এই বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে।