old_সর্বশেষ খবর ফের বাতিল বহু ট্রেন Harmeet 16 May 2022 15:19 IST Follow UsNew Updateনিজস্ব সংবাদদাতাঃ খড়গপুর স্টেশনে চলছে কাজ সেই কারণে বাতিল করা হল পূর্ব-উপকূলীয় রেলের বহু ট্রেন। দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হল। ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে। ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস: ২৪ মে বাতিল থাকবে।১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে। ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার ইস্ট-কোস্ট এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে। ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে। ২২৮৫৬ তিরুপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস: ২৩ মে বাতিল থাকবে।১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে। ১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস: ২১ এবং ২২ মে বাতিল থাকবে। ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস: ২২ এবং ২৩ মে বাতিল থাকবে।১৮৪০৯ শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে। ১৮৪১০ পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড মেমু: ২২ মে বাতিল থাকবে।১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর মেমু: ২২ মে বাতিল থাকবে।১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে। ১৮০২২ খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে। ১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে। west bengal kolkata india cancel puri train kharagpur anm news haydrabad latset news east cost train Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন