৪১ বছর বয়েসে অলিম্পিকে তেজস্বিনী

author-image
Harmeet
New Update
৪১ বছর বয়েসে অলিম্পিকে তেজস্বিনী

​নিজস্ব সংবাদদাতাঃ অদম্য জেদশক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, ভারতীয় খেলাধূলায় তাঁর সেরার সেরা উদাহরণ বোধ হয় তেজস্বিনী সাওয়ান্ত। মহারাষ্ট্রের  কোলাপুরের এই শ্যুটার এই প্রথমবার অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। বহু বছর ধরে তিনি ভারতীয় শ্যুটিং সার্কিটে একটা নাম। কিন্তু কিছুতেই অলিম্পিকের শিঁকে ছিঁড়ছিল না। অবশেষে টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করলেন তেজস্বিনী। আর এই সাফল্যের নেপথ্যে রয়েছে এক বাঙালি। তেজস্বিনীর ব্যক্তিগত কোচ বাংলার শ্যুটার কুহেলি গঙ্গোপাধ্যায়।