New Update
/anm-bengali/media/post_banners/cTWNXzuDgQs7T598Yewg.jpg)
নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি মত জমিদাতা চাষিদের কারখানায় নিয়োগের দাবিতে সোমবার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া অঞ্চলের নয়া পাটনা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা কারখানার গেটের সামনে চাষীরা কারখানার গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। চাষিদের অভিযোগ, নয়া পাটনা এলাকায় ম্যাট ফাউন্ডেশন নামে একটি কোম্পানি ওই এলাকার কৃষকদের কাছ থেকে প্রায় ৪০ একর জমি প্রায় জন কৃষকদের থেকে কেনে। অভিযোগ, জমিদাতা চাষিদের কোম্পানিতে নিয়োগের প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কাউকে নিয়োগ করা হয়নি। তাই জমিদাতা চাষিরা কোম্পানিতে নিয়োগের দাবিতে সোমবার সকালে বিক্ষোভ দেখায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us