৩৪ শে পা দিলেন ভিকি কৌশল

author-image
Harmeet
New Update
৩৪ শে পা দিলেন ভিকি কৌশল

নিজস্ব প্রতিনিধি - ২০১৫ সালে বলিউড জগতে পা রেখেছিলেন অভিনেতা ভিকি কৌশল।তারপর থেকেই বেশ খ্যাতি লাভ করেন ভিকি।তার অভিনয় দিয়ে তিনি ইতিমধ্যেই ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয় ভক্তদের কাছে তার জনপ্রিয়তা লক্ষ্যনীয়। আজ ভিকি ৩৪ তম জন্মদিন উদযাপন করছেন।ভক্তদের পাশাপাশি অভিনেতার বাবা তথা বলিউডের স্টান্ট মাস্টার শ্যাম কৌশল ও তার ভাই সানি কৌশলও তাকে শুভেচ্ছা জানিয়েছে।এক পুরনো অদেখা ছবি পোস্ট করেন ভিকির বাবা শ্যাম। সেই ছবিতে ছোট্ট ভিকিকে দেখা যায় দেখুন সেই ছবি।