পশ্চিম বর্ধমানে বুদ্ধপূর্ণিমায় শুরু হলো ধর্মরাজ পুজো

author-image
Harmeet
New Update
পশ্চিম বর্ধমানে বুদ্ধপূর্ণিমায় শুরু হলো ধর্মরাজ পুজো



রাহুল পাসোয়ানঃ পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়মতপুর গ্রামে প্রায় দুশোবছর ধরে নিয়ম প্রথা মেনে বাবা ধর্মরাজের পূজো করা হয়ে থাকে! আজ সোমবার বাবাধর্মরাজের পূজো নিয়ম প্রথা মেনে শুরু হলো! যেখানে মন্দিরের পুরোহিত চন্দনকুমার চক্রবর্তী বলেন, "সোমবার অর্থাৎ আজকে বুদ্ধপূর্ণিমার প্র্যাকলে পুজোর শুরু হলো এবং সারাদিনব্যাপি চলবে মন্দির প্রাঙ্গনে বাবাধর্মরাজের পূজো!"