New Update
/anm-bengali/media/post_banners/I0B53skic4Qdep6HHrUv.jpg)
দ্বিগবিজয় মাহালীঃ গাড়ী কোথায় পার্কিং হবে সেই নিয়ে আরেক গাড়ী ওয়ালার সঙ্গে বচসা। সেই বচসা গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। এমনকি ভাংচুর করা হয় একটি বোলেরো গাড়ীর কাঁচ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৬ নং চাউলকুড়ি অঞ্চলের নেধুয়া কুলেশ্বরী বাজারে।বোলেরো গাড়ী এবং মারুতি গাড়ী রাখা নিয়েই ঘটনার উতপত্তি। পরে ঘটনাস্থলে সবং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us