খনি থেকে উদ্ধার এক স্কুলছাত্রীর দেহ, চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
খনি থেকে উদ্ধার এক স্কুলছাত্রীর দেহ, চাঞ্চল্য

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সামডী খোলামুখ খনি থেকে উদ্ধার এক স্কুলছাত্রীর দেহ। ওই ছাত্রীর বাবা বরুন বাউরি বলেন, বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে দোকানের জিনিস আনার কথা বলে সাইকেল নিয়ে বার হয় সে। কিন্তু অনেক খোজাখুঁজির পর না মেলায় সালানপুর থানার সামডী পুলিশ ক্যাম্পে অভিযোগ জানান পরিবারের লোকেরা। 

এরপর আজ শুক্রবার সকালে খোলামুখ খনির কর্মরত শ্রমিক এক যুবতির মৃতদেহ দেখতে পায়। তারপর পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে এবং তারপর জানা যায় যে ওই যুবতী সালানপুর থানার আলকুশা ডাঙ্গাল পাড়া গ্রামের বাসিন্দা নাম উষা বাউরি (১৮)। দ্বাদশ শ্রেণীর ছাত্রী আছড়া গার্লস স্কুলের ছাত্রী। মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।