ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় রাজ্য সড়কের ওপর হাতি, স্তব্ধ যানবাহন চলাচল

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় রাজ্য সড়কের ওপর হাতি, স্তব্ধ যানবাহন চলাচল

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। রবিবার সকাল থেকেই খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় হাতির দল তাণ্ডব শুরু করেছে। রবিবার সকালে একটি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি এলাকায় রাজ্য সড়কের ধারে থাকা একটি হোটেলে ঢুকে পড়ে। যার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে হোটেলের ভেতর থেকে বাইরে বের করে স্থানীয় জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝাড়গ্রাম-লোধাসুলি রাজ্য সড়কের মাঝে একটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়ায়। যার ফলে ঝাড়গ্রাম ও লোধাসুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাতি রাস্তার ওপর দাপিয়ে বেড়ানোর ফলে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। যার ফলে ওই এলাকার বাসিন্দারা রাতের বেলা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। বনদফতরের কর্মীদের চেষ্টায় রাজ্য সড়কের ওপর থেকে হাতিটিকে জঙ্গলের দিকে পাঠানো হয় । রাজ্য সড়কের ওপর থেকে হাতি জঙ্গলের দিকে চলে যাওয়ার পর ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু হয় । যেভাবে প্রতিদিন রাজ্য সড়কের ওপর হাতি চলে আসছে তাতে বিভিন্ন গাড়ির চালকরা গাড়ি চালাতে সমস্যায় পড়ছেন। রাতে আবার হাতির দাপট শুরু হতে পারে আশঙ্কা করে এলাকার বাসিন্দারা চিন্তায় রয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।