জামুরিয়ায় রাস্তা অবরোধ

author-image
Harmeet
New Update
জামুরিয়ায় রাস্তা অবরোধ

জামুরিয়া, নিজস্ব প্রতিনিধিঃ রাস্তা পারাপার করতে গিয়ে ২ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মারা যান এক মহিলা। বছর পঞ্চাশের ওই মহিলার নাম আদুরী গোস্বামী। তিনি চিত্তরঞ্জন এর বাসিন্দা। এছাড়াও আহত হন ৫৫ বছরের অনিল দাস। জানা গিয়েছে, রবিবার তারা বেনালী গ্রামে পাত্র দেখার জন্য এসেছিলেন। পাত্র দেখে দুপুরে বাড়ি ফেরার সময় রাস্তা পারাপার করতে গিয়েই হয় বিপত্তি। ঘটনাস্থলেই মারা যান আদুরী গোস্বামী। আহত অবস্থায় অনিল দাসকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে এলাকার বাসিন্দারা ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তাদের অভিযোগ এখানে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকলেও তারা সঠিকভাবে কাজ করে না। সেই জন্যই নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ে এলাকার বাসিন্দারা। পরে পুলিশ বাহিনী গিয়ে সঠিক ট্রাফিক ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ ওঠে। প্রায় আধ ঘণ্টা অবরোধ থাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়েছিল আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত বেনালী মোড়ের কাছে।