ভয়াবহ প্লেন ক্র‍্যাশ সুইডেনে, মৃত একাধিক

author-image
Harmeet
New Update
ভয়াবহ প্লেন ক্র‍্যাশ সুইডেনে, মৃত একাধিক

​নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ প্লেন ক্র‍্যাশ সুইডেনে। মৃত্যু হল একজন পাইলটসহ ৮ জন বিমানকর্মীর। ওয়েব্রো থেকে উড়েছিল বিমানটি। পুলিশ সূত্রের খবর, টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে যায় বিমানটিতে। তারপরেই এই দুর্ঘটনা। উদ্ধারকার্য চলছে।