New Update
/anm-bengali/media/post_banners/toZjnOvlyWCmKHxVQzJM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নদীতে গবাদি পশুকে নিয়ে জল খাওয়াতে গিয়ে ঘটল বিপত্তি । ঘটনাটি ঘটেছে ইটাওয়ার চম্বল নদীর তীরে। আজ সকালে খেদা গ্রামের বাসিন্দা কুমারী শালু গবাদি পশুকে নিয়ে নদীর তীরে জল খাওয়াতে যাওয়ায় কুমির আক্রমণ করে এবং তাকে টেনে নিয়ে যায় নদীতে। ঘটনাস্থলে সঙ্গে ছিলেন তাঁর বাবা জগপত সিং এবং খুড়তুতো ছোট ভাই। এই দৃশ্য দেখে বাবা জগপত সিং কি করবে বুঝতে না পারায় মেয়েকে বাঁচাতে ব্যর্থ হন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us