​নিজস্ব সংবাদদাতাঃ ২০১১- ২০২১- দশ দশটা বছর ইন্ডাস্ট্রিতে প্রথম সারির গায়ক হয়ে টিকে থাকা মুখের কথা নয়। জিয়াগঞ্জের অরিজিৎ সিং তা করে দেখিয়েছেন। রিয়ালিটি শো তাঁকে পরিচিতি দিতে পারেনি। দীর্ঘ সংগ্রাম আর কঠোর পরিশ্রমের সুফল মেলে ২০১১ সালে। মার্ডার ছবিতে তাঁর গলায় ‘ফির মহব্বত’ শুনে সত্যিই ‘মহব্বত’ হয়ে যায় দর্শকদের। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন তাঁর বিশ্বজোড়া খ্যাতি। তাঁর কনসার্টের খবর চাউর হলেই শহরে যান চলাচল ব্যহত হয়, ভিড় উপচে পড়ে। পুরুষ থেকে মহিলা– ক্রেজ তাঁর সর্বমহলে। উপরি পাওনা তাঁর ‘ডাউন টু আর্থ’ স্বভাব…এ হেন অরিজিতের শুরুটা তো এমন ছিল না। তাঁর স্ট্রাগলিং দিনের এক ভিডিয়োই হঠাৎই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজের গান নয়, অরিজিৎ গাইছেন ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কভি আলবিদা না কহেনা’র জনপ্রিয় গান ‘মিতওয়া’। হাতে গিটার, রয়েছে লম্বা চুল। খোলা প্রকৃতিতে, ছাদের মধ্যে চলছে তাঁর সুরসাধনা। পুরনো অরিজিৎকে দেখে আপ্লুত ভক্তরাও।