New Update
/anm-bengali/media/post_banners/6Zqm3MIXtNbNNxXtAP8G.jpg)
জেকে নগর, নিজস্ব প্রতিনিধিঃ শনিবার রাতে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে রানিগঞ্জ থানার অধীনে নিমচা ফাঁড়ির পুলিশ একটি বিশেষ তদন্ত অভিযান পরিচালনা করে। এইদিন নিমচা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিজন সমাদ্দার ও এএসআই রবিনসন মন্ডলের নেতৃত্বে জেকে নগর, বেলিয়াবাথান, নিমচা, তিরাট, চাপুই, রোটিবাটি ও আশেপাশের এলাকায় অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে বিশেষ তদন্ত অভিযান চালানো হয়। এই তদন্ত অভিযানে জেকে নগর ও তিরাত থেকে ৪০ লিটার দেশি মদ সহ ২ জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, নিমচা ফাঁড়ির অন্তর্গত অনেক জায়গায় অবৈধভাবে মদ বিক্রির খবর নিয়মিত পাচ্ছিল পুলিশ। পুলিশের এই অভিযানে নড়েচড়ে বসেছে অবৈধ মদ ব্যবসায়ীরা। নিমচা ফাঁড়ির ইনচার্জ বিজন সমাদ্দার জানান, ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us