​নিজস্ব সংবাদদাতাঃ দলের নিয়মিত ওপেনার শুভমন গিলের চোট। আর তাতেই চরমে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট এবং বিসিসিআইয়ের দ্বন্দ্ব। বিতর্কের মূল বিষয়বস্তু, আদৌ ইংল্যান্ডে গিলের পরিবর্ত হিসেবে অন্য কোনও ওপেনারকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কিনা? এ বিষয়ে দুই মেরুতে অবস্থান করছে বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট।