বাজ পড়ে ভষ্মিভূত বাড়ি, আহত ১

author-image
Harmeet
New Update
বাজ পড়ে ভষ্মিভূত বাড়ি, আহত ১

হরি ঘোষ, জামুরিয়াঃ  আজ সন্ধ্যার সময় জামুরিয়া হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের বিরকুল্টি গ্রামের মনেশ বাউরী বাড়িতে বাজ পড়ে।বাজ পড়ার ফলে বাড়িতে আগুন ধরে যায়। ভষ্মিভূত হয়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র। সেই সময় বাড়িতে থাকা ১৪ বছর বয়সের রোহিত বাউরী শরীর ঝলসে যায়। রোহিত বাউরী কে বাহাদুপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। বিরকুলটি গ্রামের পঞ্চায়েত সদস্য গোরা চ্যাটার্জী জানান দিনমজুর মণেশ বাউরীর বাড়ির সমস্ত কিছু আগুনে ভস্মীভূত হয়ে যায়। আহত রোহিত তারা তড়িঘড়ি বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তারা। বর্তমানে মনেশ বাউরীর বাড়িতে কিছুই অবশিষ্ট নেই। জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক এর সমস্ত বিষয় জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আপৎকালীন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।