হিংসামুক্ত রাজনীতি ও ভয়মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে ঝাড়গ্রাম শহরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল

author-image
Harmeet
New Update
হিংসামুক্ত রাজনীতি ও ভয়মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে ঝাড়গ্রাম শহরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ শনিবার ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে হিংসামুক্ত রাজনীতি ও ভয়মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে ঝাড়গ্রাম শহরে মিছিলের আয়োজন করা হয়। সেই সঙ্গে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি উপলক্ষে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তুফান মাহাতো সহ বিজেপির নেতৃত্বগণ। ঝাড়গ্রাম শহরের হিন্দুমিশন মাঠ থেকে জামদা পর্যন্ত মিছিল করে বিজেপির নেতা ও কর্মীরা। মিছিলে যাওয়ার সময় শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, "জাতীয় মানবাধিকার কমিশন বলেছে বাংলায় আইনের শাসন চলে না শাসকেরা আইন চলে। বাংলা গ্যাস চেম্বার অব ডেমোক্রেসিতে পরিণত হয়েছে"। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদার্থ বলে তীব্র ভাষায় কটাক্ষ করেন। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতারা বাংলাদেশে ফেনসিডিল পাচার করছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বউবাজারের মেট্রোরেল প্রকল্পের ফাটল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেন। তিনি বলেন, "এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ি। ইঞ্জিনিয়াররা যে পথ দেখিয়েছিল সেই পথ ঘুরিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্যই এই অবস্থা"। এছাড়াও তিনি জানান, এরফলে যারা ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিপূরণ পাবেন। এহছাড়াও শিশু মৃত্যু নিয়ে তিনি জানান, কোনও কমিশনের তলব না সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। মিছিল শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে এক সভার মধ্য দিয়ে শনিবারের কর্মসূচি শেষ করে বিজেপি নেতৃত্বগণ।