কফি বানাতেও পারদর্শী ক্রিকেটশ্বর

author-image
Harmeet
New Update
কফি বানাতেও পারদর্শী ক্রিকেটশ্বর



নিজেস্ব সংবাদদাতাঃ শুধু ব্যাট হাতে ক্রিকেট জগতকেই তিনি কাঁপান না এবারে রান্না ঘরেও তাঁকে প্রবেশ করতে দেখা গেল। তিনি আর কেউই নন সচীন তেন্ডুলকর। এদিন সামাজিক মাধ্যমে তাঁকে কফি বানাতে দেখা গেল বন্ধুদের জন্য। এমনকি তিনি মনেও করেন বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য একটু কফিই যথেষ্ট।