বেসুরো তৃণমূল নেতা, বিজেপি নেতার বক্তব্য শুনুন

author-image
Harmeet
New Update
বেসুরো তৃণমূল নেতা, বিজেপি নেতার বক্তব্য শুনুন

নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ তৃণমূল নেতার ফেসবুক পোস্ট ঘিরে অস্বস্তিতে রাজ্য সরকার। "আদিবাসী অধ্যুষিত এলাকায় কেনও উন্নয়ন হয়নি? এলাকাকে বঞ্চনা করা হয়েছে", তৃণমূল নেতার ফেসবুকের এই মন্তব্যকে ঘিরে শাষক বিরোধী তরজা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের আকাশ্যা এলাকায়। এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, "তৃণমূল সবাইকেই এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে দলে রাখে। কিন্তু কাজ কিছু করে না। বীরেন বাবুর ভুল ভেঙেছে। আগামী দিনে অনেক নেতারই ভুল ভাঙবে"।